ফরিদপুরে দুইটি পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজা ও ৫ হাজার ২শ ৬৪ পিস ইয়াবাসহ চার জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার ভ্যান আটক করা হয়।
সোমবার (১০ জুন) সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হতে আগত একটি মালবাহী কভার ভ্যানে করে (পাস্টিকের কাঁচামাল) এর আড়ালে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুরের দিকে আসার পথে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় ওই মালবাহী কভার ভ্যানে তল্লাশী চালিয়ে আসামিদের দেখানো মতে আনুমানিক ৮লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের ২৮কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, বাগেরহাট জেলার,উদয়পুর গ্রামের মোঃ ওবায়দুল শেখের ছেলে মোঃ ইব্রাহিম শেখ (৩২), রহিমাবাদ গ্রামের রাজ্জাক আলীর ছেলে শেখ হৃদয় হাসান (২৪) ও খলিল হাওলাদারের ছেলে মোঃ হেলাল উদ্দিন (২১)।
এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কভার ভ্যান জব্দ এবং ৩টি মোবাইল ফোন ও নগদ- নয় হাজার চারশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ব্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় ঢাকা হতে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আনুমানিক ১৫ লাখ ৭৯ হাজার ২শত টাকা মূল্যমানের পাঁচ হাজার দুইশত চৌষট্টি পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।