নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আত্মবিশ্বাসের সঙ্গে আগে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আগের দুই ম্যাচে জিতলেও, পরে ব্যাট করতে নেমে তারা রানতাড়ায় হিমশিম খেতে হয়েছিল।
তাই ভিন্ন চিন্তায় আগে ব্যাট করে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার আশা তাদের। সেই আশায় শুরুতেই পানি ঢাললেন দুই টাইগার পেসার। দলীয় ২৩ রানেই ৪ উইকেট হারিয়েছে আফ্রিকানরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত শুরু পেয়েছে। জোড়া আঘাতে শুরুটা করেছেন তানজিম হাসান সাকিব।
এবার তার দলে যোগ দিলেন আরেক পেসার তাসকিন আহমেদ। তিন নম্বরে খেলতে নামা প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের স্টাম্প উড়িয়ে দিয়েছেন।
দলীয় ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে যখন বেশ চাপে প্রোটিয়া শিবির, তখনই ফের তানজিম সাকিবের আঘাত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ ওভারে ৩১/৪