শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাজবাড়ীতে বন্দুক সহ সম্রাট বাহিনীর সদস্য গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫:২৯ PM
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিনটি একনলা বন্দুকসহ ভারতে পালিয়ে থাকা সম্রাট বাহিনীর সদস্য মো. ইমন মন্ডলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার ইমন মন্ডল পাংশার কলিমহর এলাকার মোঃ মনিরুল ইসলাম ওরফে জিন্নাহ মন্ডলের ছেলে ।

বুধবার  (৩ জুলাই) দুপুর ২টার দিকে পাংশা থানায় এক প্রেস কনফারেন্স এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

ওসি বলেন- বুধবার (৩ জুলাই) রাত আনুমানিক ৩:০৫ মিনিটের দিকে পাংশা থানাধীন কলিমহর পূর্বপাড়া আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসী সম্রাট বাহিনীর সদস্য মো. ইমন মন্ডল (১৯) কে গ্রেফতার করা হয়।  

পরে গ্রেফতার কৃত আসামী ইমন মণ্ডল কে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার নিকট সম্রাট বাহিনীর তিনটি অবৈধ অস্ত্র আছে। তার দেওয়া তথ্য মতে তার চাচা নাছির উদ্দিন মন্ডলের একটি পুকুরের পাশে ঘাসের ভেতর থেকে  প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো দেশীয় তৈরি ৩টি সচল একনলা বন্দুক উদ্ধার করে থানা পুলিশ।

এই বিষয়ে আসামীর বিরূদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত