শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
টঙ্গীতে অটোরিকশা ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৫:২৯ PM
গাজীপুরের টঙ্গীতে অটোরিকশা ছিনতাই চক্রের ০৮ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয় একটি অটোরিকশা। সক্রিয় চক্রটি বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবৎ টঙ্গী সহ আশপাশের এলাকায় ব্যাটারী চালিত অটোরিকশা ছুরি ও ছিনতাই করে আসছিল। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সংবাদ সন্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার মো: ইব্রাহীম খান এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি আরো বলেন, ২৪ জুলাই টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে সাহেব পরিচয়ে দুই ব্যক্তি জনৈক আফজাল হোসেনের অটোরিকশা ভাড়া নিয়ে কৌশলে ছিনতাই করে। এ বিষয়ে অভিযোগ পেয়ে টঙ্গী পূর্ব থানার এস আই জাবেদ টঙ্গী, গাছা ও কাশিমপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অটোরিকশা চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।  
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার আন্তারচর গ্রামের শাহ আলমের ছেলে জহির (২৭), লালমনিরহাট সদর থানার সাকুয়া খুচরা বাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আ: জলিল (৪০), টাঙ্গাইলের ধনবাড়ি থানার বোন্দুয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৫), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার পূর্ব দেহেরগতি গ্রামের আ: মান্নানের ছেলে হুমায়ুন কবির (৪৭), ঢাকা জেলার তুরাগ থানার ভাটুলিয়া গ্রামের এরশাদ হোসেনের ছেলে মো: সুমন (৪০), কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার নোয়ারচর গ্রামের বাদশা মিয়ার ছেলে শাহ জামাল (৪৫), চাঁদপুর জোলার হাইমচর থানার চরভৈরবী গ্রামের জহিরুল ইসলামের ছেলে খোরশেদ আলম (২৮) ও গাজীপুর মহানগরের বাসন থানার ইসলামপুর গ্রামের সদর আলীর ছেলে মিজানুর রহমান (৩৮)। তারা টঙ্গীসহ বিভিন্ন এলাকায় ভাড়ায় থেকে অটোরিকশা চুরি করতো বলে পুলিশ জানিয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত