শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
দুর্নীতি ও সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগে ডা: ফজলে বারীর অব্যাহতি
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ২:৫১ PM
বৈষ্যম্য বিরোধী  ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে বাধ্য হয়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী অব্যাহতি নিয়েছেন। তার বিরুদ্ধে  নার্স ও  সহকর্মীদের যৌন হয়রানি ও  হাসপাতালের  বিভিন্ন বরাদ্দ থেকে অর্থ আত্মসাতের  অভিযোগ ছিল। 

গত মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার নিকট বিভিন্ন ও অপকর্ম ও দুর্নীতির ব্যাপারে জানতে চাইলে, তিনি দোষ স্বীকার করে কর্মস্থল থেকে অব্যাহতি পত্র জেলা সিভিল সার্জনের নিকট জমা দেন। 

জানা গেছে, শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী যোগদানের পর থেকেই নানা ধরণের অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। তিনি হাসপাতালে দায়িত্বরত সুন্দরী  নার্স ও সহকর্মীদের সময় সুয়োগ বুঝে নানা ধরনের কু-প্রস্তাব দিতেন। 

চাকরি হারানোর ভয়ে ভুক্তভোগীরা কেউ কিছু বলতে সাহস পাননি। ইতিপূবের্, তার নিজ বাসভবনে নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হতে থাকে। পরে, তিনি অর্থ আত্মসাতসহ কয়েকজন  ভুক্তভোগী নারী সহকর্র্মীদের যৌন হয়রানির এবং সাধারন রোগীদের সাথে খারাপ ব্যবহার স্বীকার করে কর্মস্থল থেকে লিখিত অব্যাহতি সিভিল সার্জনের নিকট জমা দেন। 

এ ব্যাপারে শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলে বারী জানান, অব্যাহতির বিষয় সঠিক। 

মানিকগঞ্জের সিভিল সার্জন জানান, শিবালয় উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিছু বিষয় নিয়ে কথা বলছেন এমন কথা শুনেই তিনি ঘটনাস্থলে পৌছান। এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা শিক্ষার্থীরা তার বিরুদ্ধে নানা অপকর্ম দুর্নীতির বিষয়ে তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবী অনুযায়ী উপজেলা স্থাস্ব্য কর্মকর্তা কর্মস্থল হতে অব্যাহতি পত্র আমার নিকট জমা দিয়ে চলে যান।

এ সময় বৈষ্যম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল হোসেন, নাহিদুর রহমাস, মীর তালহা, ওমর ফারুক, মেহেদী হাসান হৃদয়সহ শতাধিক আন্দোলনকারী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত