টাঙ্গাইলের ঘাটাইলে ভাত খাওয়ার সময় গলায় গরুর মাংস আটকে ইনসান তালুকদার(৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
গতকাল রোববার রাত ৯ টার দিকে উপজেলার শেখশিমুল পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইনসান তালুকদার ওই গ্রামের মৃত আব্বাস তালুকদারের ছেলে। দিঘলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম (মটু) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে ইনসান তালুকদার তার ভাবীর চল্লিশার দাওয়াতে পরিবারের সঙ্গে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত গলায় এক টুকরা মাংশ আটকে যায়। পরে গুরুতর অবস্থায় কালিহাতি উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত সজল খান জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাইনি।