দিনাজপুরের নবাগত পুলিশ সুপার নাজমুল হাসান বলেছেন, আমি মাঠ পর্যায়ে কাজ করেছি সারাজীবন। মাঠে থেকেই কাজ করে যেতে চাই। পরবর্তী প্রজন্মকে আরও সুন্দর দিনাজপুর দিয়ে যেতে পারি এ ব্যাপারে সকলের সহযোগিতা চেয়েছেন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে যে যার অবস্থান থেকে তথ্য দিয়ে প্রয়োজনে গোপানভাবে হলেও তথ্য দেওয়ার আহবান জানান।
বুধবার (১৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে নবাগত পুলিশ সুপার নাজমুল হাসানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নিমতলা প্রেসক্লাবের সভাপতি নূরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জিন্নাত হোসেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আনোয়ার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগের পুলিশ সুপার বদলি হওয়ায় গত ৭ সেপ্টেম্বর নাজমুল হাসান দিনাজপুরের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।