বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
হাসান মাহমুদের বোলিং তোপে দিশেহারা ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ PM
চেন্নাই টেস্টে বল হাতে ঝড় তুলেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। তার বোলিং তোপে ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে ভারত। এরইমধ্যে সাজঘরে ফিরে গেছেন তিন তারকা ব্যাটার রোহিত শর্মা, শুভমন গিল এবং বিরাট কোহলি।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এম চিদাম্বরম টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তার সিদ্ধান্ত যে ভুল ছিল না দিনের শুরুতেই তা প্রমাণ করে দেন হাসান।

দলীয় ১৪ রানেই ভারতীয় অধিনায়ক রোহিতকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। ৬ রান করেই দ্বিতীয় স্লিপে শান্তকে ক্যাচ দেন রোহিত। এর আগেও এই হাসানের বলেই ফিরতে পারতেন তিনি। তবে আগের দফায় আম্পায়ার্স কলে বেঁচে যান তিনি।

রোহিতকে ফেরানোর পরের ওভারে শুভমনকে খালি হাতে ফেরান হাসান। লেগে ফ্লিক করতে গেলে শুভমনের ব্যাটের কোণায় বল লেগে চলে যায় লিটন দাসের গ্লাভসে। কোহলিও ক্যাচ দেন উইকেটের পেছনে। এবার হাসানের ফুল লেংথে ফেলা বল তাড়া করতে গেলে ৬ রানেই ফিরতে হয় এই তারকাকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশি পেসারদের তোপে কাঁপছে ভারতীয়রা। ১১ ওভার শেষে দলটির সংগ্রহ ৩৬ রান।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত