ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে সরিষার বীজ, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব পন্য বিতরণ করেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় দুইশত দশ জনকে নগদ চার হাজার টাকা অর্থ সহায়তা ও সরিষার বীজ এবং দশ জনকে চার বান করে টিন দেওয়া হয়।
এর আগে দুপুর ১টার দিকে আখাউড়ার নারায়ণপুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বৃদ্ধ কুলসুম বেগমের (৬০) বাড়ি পরিদর্শন করেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় তিনি কুলসুম বেগমের সাথে কথা বলেন, তার সুবিধা অসুবিধার কথা শুনেন এবং ঘর নির্মাণের জন্য টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।