নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক দুলাল সরকারের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে রুপ নিয়েছে। দুই গ্রুপে বিভক্ত ওই দুই নেতার কর্মী সমর্থকের মধ্যে যেকোনো সময় সংঘাতের আশঙ্কা রয়েছে।
আগামী পৌর নির্বাচনে বিএনপির ওই দুই নেতা সম্প্রতি মেয়র প্রার্থীতার ঘোষণা দিলে তাদের মধ্যে বিরোধ আরো দানা বাধে। এরমধ্যে সোমবার পৃথকভাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেন তারা।
এদিকে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় অদিতি কম্পিউটারের মালিক গণমাধ্যম কর্মী আনিসুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মো. মশিউর রহমান বাবলু।
সোমবার বেলা ১১টায় গুরুদাসপুর থানা শিক্ষাসংঘ পাবলিক মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা পৌর মেয়র পদপ্রার্থী বাবলু বলেন, চাঁচকৈড় বাজারে আমার জায়গা ভাড়া নিয়ে সিনেমা হল করেছেন অদিতি কম্পিউটারের মালিক আনিসুর রহমান। ‘আনন্দ সিনেপ্লেক্স’হলটিতে অস্লীল নীল ছবি চালাতেন তিনি।
সেই সাথে কলগার্ল নিয়ে এসে চালাতেন অনৈতিক কীর্তিকলাপ। স্থানীয় এক আওয়ামীলীগ নেতার দাপট দেখিয়ে তিনি আমার জায়গার ভাড়াও দিতেন না।
আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর গত ৮ আগস্ট সিনেমা হলটি ভাংচুর করে দুর্বৃত্তরা। ভাড়া দেয়ার ভয়ে আমার প্রতিপক্ষ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের মদদে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অপপ্রচার চালাচ্ছেন আনিসুর রহমান।
এসময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, মিজানুর রহমান সহ বিএনপির একাংশের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুর বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. দুলাল সরকার।
সোমবার বিকেল ৩টায় চাঁচকৈড় সাথীর রান্নাঘর রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুলাল সরকার বলেন, আমার অপরাধ আমি পৌরসভার মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। তাই বাবলু ভাই আমার ওপর চটেছেন। আমার প্রতি এলাকাবাসীর অকুন্ঠ সমর্থন দেখে ভীতু হয়ে বিষোদগার করছেন।
স্থানীয় ভারসাম্যহীন এক মদ্যপায়ী আওয়ামী কর্মীকে দিয়ে মিথ্যা অভিযোগ তুলেছেন। দুলাল বলেন, সংবাদ সম্মেলন করলেন সিনেমা হল নিয়ে আর বক্তব্য দিলেন আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়ে বাবলু ভাইয়ের ভাবমূর্তি আরো ক্ষুন্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল করিম নজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ সহ মাসুদ রানা, হাবিব শেখ প্রমুখ।