সাভারের আশুলিয়ায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক। আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে সোমবার (৩০ সেপ্টেম্বর) আশুলিয়ার নয়ারহাট এলাকার হলি কিডস স্কুল এন্ড কলেজের মিলনায়তন কক্ষে আইএফআইসি ব্যাংকের নয়ারহাট উপশাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সারা বাংলাদেশে মানুষের আর্থসামাজিক উন্নয়নে একযোগে কাজ করছে আইএফআইসি ব্যাংক পিএলসি। এ কার্যক্রমের অংশ হিসেবেই আশুলিয়ায় আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করেছে আইএফআইসি ব্যাংক।
উক্ত কর্মশালায় প্রশিক্ষনমূলক বক্তব্য প্রদান করেন, আইএফআইসি ব্যাংকের এসিস্টেন্ট অফিসার মো. তাজ উদ্দিন।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, আইএফআইসি ব্যাংক ধামরাই শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন হলি কিডস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফজলুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক ধামরাই শাখার অফিসার (মার্কেটিং এন্ড সেলস) নাঈম খান।
আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে কর্মসূচিতে অংশগ্রহণকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের বিভিন্ন ব্যাংকিং, বিজনেস ব্যাংকিং, পণ্য ও সেবা বিষয়ে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।