শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ২টি হুইল চেয়ার, ২টি শ্রবণ যন্ত্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন ১৪ জন শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
বিতরণ কার্যক্রমে উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।