‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় র্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী, চৌধুরী হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ সাদি, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রসার উপাধ্যক্ষ আবদুল কাদের হেলালী, বসুরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় মো. জাহাঙ্গীর আলম বিএসসি, বসুরহাট এসএম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম প্রমূখ।