মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৬ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫
শারদীয় দুর্গোৎসবে বরাদ্দকৃত সরকারি চাল বিক্রি
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৮:৩১ PM
রংপুরের গঙ্গাচড়া উপজেলার শারদীয় দূর্গোৎসব উপলক্ষে  সরকারি বরাদ্দকৃত চাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট ৯২টি পূজামন্ডপ রয়েছে। প্রত্যেক পূজামন্ডপে ৫শত কেজি বরাদ্দ হিসেবে মোট  ৪৬০০০ কেজি চালের ডিও বিতরণ আনুষ্ঠানিক ভাবেই করা হয়েছে।

গত ৩ অক্টোবর বৃহস্পতিবার শারদীয় দুর্গোৎসবের জিআর চালের ডিও বিতরণ করা হয়।তবে দেখা গেছে জিআর চাল বিতরণের মূল উদ্দেশ্য পূজামন্ডপে আগত ভক্তদের আহার্য্যের উদ্দেশ্যে দেয়া হলেও সেই উদ্দেশ্য ইতোমধ্যেই ব্যহত হয়েছে। জিআর চাল বিক্রির জন্য নহে তবুও বিক্রি করা হয়েছে। পূঁজা উদযাপন পরিষদের কর্তাব্যক্তিদের ও দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা শারদীয় দুর্গোৎসবের জিআর চাল বিক্রি হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায় বলেন, বরাদ্দকৃত চাল পুরানো হওয়ার জন্য চাল গুলো বিক্রি করে দিয়েছে। জিআর চাল গুলো তো আপনি দেখেননি এলএসডি গুদামে থেকে ব্যবসায়ীরা সরাসরি নিয়ে যাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি।

জিআর চাল গুদাম থেকে ব্যবসায়ীর হাতে তুলে দেওয়ার বিষয়ে এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান রাগান্বিত হয়ে বলেন, এগুলো জিআর চাল বিক্রি হতে পারে। এরকম হয়ে আসছে, আমি এখানে তেমন কিছু দেখতেছি না।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম বলেন, এগুলো জিআর চাল পূঁজামন্ডপে আগত ভক্তদের আহার্য্য বাবদ দেওয়া হয়। এগুলো বিক্রির জন্য নহে।

খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উম্মে কুলসুমা খাতুন বলেন, আমি নতুন এসেছি আমার ততটা জানা নেই। বিষয়টি দেখতেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত