শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কমলনগরে সাবেক জেলা পরিষদ সদস্য গ্রেপ্তার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৫:২৬ PM
লক্ষ্মীপুর জেলা পরিষদের সাবেক সদস্য কমলনগর উপজেলার আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল রোববার রাতে পুলিশ উপজেলার চরলরেন্স এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র- জনতার ওপর সাবেক যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপু ও তার সহযোগীরা একনাগাড়ে কয়েকঘন্টা গুলি চালায়। গুলিতে চার শিক্ষার্থী নিহত হন। এ ছাড়া আরও আটজন সংঘর্ষের ঘটনায় মারা যান। গুলিবিদ্ধ ও হামলায় শতাধিক ছাত্র-জনতা আহত হন।

পরে ১৭ই সেপ্টেম্বর জেলা শহরের আল সবুজ ভূঁইয়া সালাউদ্দিন টিপুকে এক নাম্বার আসামী করে এবং ১৬৩ জনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আমলী অঞ্চল আদালতে একটি মামলা করেন এবং অজ্ঞাত নামা আরো ৩০০ থেকে ৩৫০ আসামী করা হয়। ওই মামলায় গিয়াস উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, সাবেক জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে কমলনগর থানার কোন মামলা নেই। লক্ষ্মীপুর সদর থানার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত