নড়াইল সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিন পদে তৃণমূল নেতারা ব্যালটে তাদের নেতা নির্বাচন করেছে। দীর্ঘ ১৫বছর পর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন শান্তি পূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার জেলা শিল্পকলা একাডেমিতে এ ভোট গ্রহণ অনুষ্টিত হয়।
নির্বাচনের মাধ্যমে এ কমিটির সদর উপজেলা বিএনপির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী ভোট শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
ঘোষিত ফলাফলে জানা যায়,সদর উপজেলা বিএনপির সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক চেয়ার প্রতীকে ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ আনারস প্রতীকে ৫৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কামরুল ইসলাম মাছ প্রতীকে ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি থেকে জানা যায়,নড়াইল সদর উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদেও ৩ জন প্রার্থী হয়েছিলেন। উপজেলায় মোট ৭৮১ জন কাউন্সিলর ভোটার রয়েছে। তারমধ্যে ৭৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন,নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারন সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম প্রমুখ।