শুক্রবার জুমার নামাজের পর ফেনী শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় সাধারণ শিক্ষার্থী, ব্যবসায়ী এবং তাওহীদী জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে কানাই কানাই পরিপূর্ণ হয়ে পড়ে ফেনী শহর।
'ইসকন হটাও, দেশ বাঁচাও', 'ইসকন জঙ্গী, সৈরাচারের সঙ্গী'সহ নানান স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ে ফেনী। দ্রুত সময়ের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকান্ডে জড়িত ইসকন সদস্যের বিচারের আওতায় এনে, এই সংগঠনকে বাংলাদেশ থেকে আজীবনের জন্য নিষিদ্ধসহ বিভিন্ন দাবিদাওয়া'র কথা জানায় বক্তারা।
বিক্ষোভ মিছিলকে ঘিরে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা গিয়েছে কঠোর নিরাপত্তায়।
তারা বলেন, ইসকনের সকল অপচেষ্টা রুখে দিব, আমরা সৈরাচারের কোনো শক্তিকে এখানে বিশৃঙ্খলা করতে দিব না। আওয়ামী লীগ ইসকনের দেশে এসেছে বলেও জানান তারা। এসমস তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আবার রক্ত দিব। মুসলমানের দেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দিবেনা বলেও হুশিয়ারি প্রদান করে এইসব কথা বলেন বক্তারা।
শহরের কেন্দ্রীয় জামে মসজিদ, জহিররিয়া মসজিদ, কোর্ট মসজিদসহ বিভিন্ন স্থান থেকে মুসল্লি ও সাধারণ জনতার অংশগ্রহণে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে শহীদ মিনারে একত্রিত হয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।