শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে এক নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ সকালে খবর পেয়ে শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে পলিথিনের ব্যাগে মধ্যে কাপড় দিয়ে পেঁচানো অচেতন অবস্থায় ওই নবজাতকে উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’