নরসিংদী মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামে রাস্তার পাশে গাছ ভাঙ্গাকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জানুয়ারি ) সকালে।
ক্ষতিগ্রস্ত পরিবার সানিয়া সুলতানা, পাপিয়া বেগম জানান, লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামের হামিদ মাস্টার,নুরুল ইসলাম,রুহুল আমিন,সর্বপিতা ওসমান গনির সাথে একই এলাকার মোকলেছ এর সাথে গত সোমবার সকালে রাস্তার পাশে একটি গাছ ভাঙ্গা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে আজ মঙ্গলবার সকাল অনুমান সাড়ে আটটার দিকে মোখলেছ ও মোস্তফার নেতৃত্বে প্রায় ১০০ সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা ধারালো অস্ত্র, দেশি অস্ত্র শাস্ত্রে সজ্জিত হয়ে হামিদ মাস্টার, নুরুল ইসলাম ও রুহুল আমিন এর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর শোকেস, ওয়ারড্রব, স্টিলের আলমারি, খাটসহ ব্যাপক ভাঙচুর ১০ ভরি স্বর্ণ, নগদ টাকা সহ কাপড় চোপড়, চাউল, আসবাবপত্র, ল্যাপটপ,লুটপাট করে নিয়ে যায়।
নুরুল ইসলাম ও রুহুল আমিনের স্ত্রী সানিয়া সুলতানা ও পাপিয়া বেগম আরো জানান, মোকলেছ গং বিএনপি করেন। হামিদ মাস্টার চরমোনাই হুজুরের ভক্ত। নুরুল ইসলাম ও রুহুল আমিন আওয়ামীলীগ পন্থী। আওয়ামীলীগ পন্থী হওয়ায় লেবুতলা ইউনিয়নের বিএনপির সভাপতি শাহিনের নির্দেশে মোকলেছ ও মোস্তফার নেতৃত্বে এই ঘটনা ঘটায়।
এ ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হামিদ মাস্টার, নুরুল ইসলাম ও রুহুল আমিন তারা প্রাণের ভয়ে আত্মগোপনে আছেন।
মনোহরদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর জব্বার জানান, ঘটনাটি তিনি অবহিত হয়েছেন এবং পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগ পাওয়া গেলে তদন্তর সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।