শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ফ্যাক্টচেক
শাহবাগে পুলিশের গুলিতে দুই মাদ্রাসা শিক্ষক নিহত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১০:০৬ PM
রাজধানীর শাহবাগে গতকাল চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এসময় পুলিশকে শিক্ষকদের লাঠিপেটা করতে দেখা যায়। 

এরই প্রেক্ষিতে শাহবাগে পুলিশ ও ইবতেদায়ী শিক্ষকদের সংঘর্ষে বা পুলিশের গুলিতে দুই জন নিহত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এমন প্রচারণার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর তথ্যটি সঠিক নয়।

অনুসন্ধানে জানা যায়, ইবতেদায়ি শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২ জন শিক্ষক নিহত হওয়ার দাবিটি সঠিক নয় বরং, উক্ত ঘটনায় এই প্রতিবেদন প্রকাশ অবধি কোনো শিক্ষকের মৃত্যু ঘটেনি। তবে এ ঘটনায় আহত হয়ে অন্তত ৫ জন শিক্ষক ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
অনুসন্ধানের শুরুতে মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন সংস্করণে গত ২৬ জানুয়ারি ‘শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিপেটা, আহত ৬’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, শাহবাগে পুলিশ-শিক্ষক সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের সেদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন আনোয়ার হোসেন (৩৫), ফরিদুল ইসলাম (৩০), আমিনুল (৩৫), মিজানুর রহমান (৩৫), বিন্দু ঘোষ ও মারুফা আক্তার (২৫)। তারা সবাই ইবতেদায়ি শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

একাধিক গণমাধ্যমে প্রকাশিত এ সম্পর্কিত প্রতিবেদনগুলোতেও এই ঘটনায় কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি। তবে এসব প্রতিবেদনে ৫ থেকে ৬ জন শিক্ষকের আহত হওয়ার তথ্য পাওয়া যায়। অধিকতর নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ জানুয়ারি ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখনপর্যন্ত কোনো শিক্ষক মারা যাননি। 

সুতরাং, ইবতেদায়ি শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে দুই জন শিক্ষক নিহত হয়েছেন এমন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটির কোনো সত্যতা নেই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত