কুষ্টিয়ায় সাবেক এক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, দুই ছাত্রলীগ নেতা সহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিরুল ইসলাম বাবু (৪৮), নিষিদ্ধ ছাত্রলীগের কুমারখালী পৌর শাখার সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপ-দফতর সম্পাদক মো. মেজবাউল হক হৃদয় (২১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে রিফাইতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কুমারখালী পৌর শাখার সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত ও উপ-দফতর সম্পাদক মো. মেজবাউল হক হৃদয়কে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।
গত রবিবার ভোরে উপজেলার পদ্মপুকুর ঘাট এলাকা থেকে হৃদয়কে এবং দুপুর ১২টায় উপজেলা মোড় থেকে প্রান্তকে গ্রেফতার করা হয়। পরে তাদের নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফয়সাল মাহমুদ জানান, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থানায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।