এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ শুরু।
আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে যুব সমাবেশ ও প্রশিক্ষণ উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইখতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, মোরেলগঞ্জ যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশরাফি আকিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র বিশ্বাস।