শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
পি‌রোজপু‌রে পৃথক অ‌গ্নিকা‌ণ্ডে ৪০টি দোকানঘর ভস্মীভূত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪০ PM
পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে ৪০ টির বেশি দোকানঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে জেলার নেছারাবাদ উপজেলার মিয়ারহাটে এবং সোমবার রাত সোয়া এগারটার দিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচপাড়া বাজারে মুদি, মনোহরদী, স্বর্ণ ও বইয়ের সহ ১২ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

ভুক্তভোগীদের অভিযোগ- ইচ্ছাকৃতভাবেই কেউ দোকান ঘরগুলোতে আগুন দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী নাজিরপুর ফায়ার স্টেশনে তাৎক্ষণিক খবর জানালেও, সময় মত সেখানে যায়নি ফায়ার সার্ভিসের লোকজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অন্যদিকে সকাল ৬টার দিকে মিয়ারহাটে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন ধরনের ৩০টির অধিক দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত উপ-পরিচালকের দায়িত্বে থাকা যুগল বিশ্বাস জানান, পিরোজপুর, কাউখালি, নেছারাবাদ, বানারীপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে নেছারাদের আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় তিনি বলেন, পিরোজপুর সদরের পাঁচ পাড়ায় অগ্নিককান্ডে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে নেছারাবাদের অগ্নিকান্ডের খয়ক্ষতি নিরুপণ চলছে।

নেছারাবাদের ব্যবসায়ী আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে সদর উপজেলা পাঁচপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এ ভুক্তভোগীদের অভিযোগ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত