মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
গাংনীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:১৪ PM
মেহেরপুরের গাংনীতে নিজের বিবাহিতা কন্যাকে (২০) ধর্ষণের দায়ে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া আশারুল ইসলাম (৪৫) গাংনী উপজেলার করমদি গ্রামের বাসিন্দা। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ভিকটিম বাবার বাড়িতে বেড়াতে আসে। রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আনুমানিক ২টার সময় অভিযুক্ত পিতা শয়নকক্ষে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার আকস্মিকতায় মেয়েটি পরবর্তী ছয়দিন সম্পূর্ণ নির্বাক ছিল। একপর্যায়ে ভিকটিম তার মায়ের কাছে ঘটনাটি প্রকাশ করে।

এ ঘটনায় গতকাল (১৪ মার্চ) গাংনী থানায় এসে ভিকটিম তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পুলিশ মামলাটি গ্রহণ করে আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে ও মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মেয়ের অভিযোগটি আমলে নিয়ে বাবাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। সেই সাথে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত