মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচিতে এসে এক্সিকিউটিভের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:৫৫ PM আপডেট: ২৩.০৩.২০২৫ ৫:১২ PM

রাজধানীর শ্রম ভবনের সামনে বকেয়া বেতন বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচিতে অসুস্থ হয়ে রামপ্রসাদ সিং (৪০) নামে এক গার্মেন্টসের এক্সিকিউটিভের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর চান্দনা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেডে কর্মরত ছিলেন।

রোববার (২৩ মার্চ) দুপুরের দিকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত রামপ্রসাদ সিং মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া ৪৭৪/১ বাসায় ভাড়া থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্টাইল ক্রাফট লিমিটেডের সুইং ম্যানেজার মোস্তফা ভূইয়া জানান, আমরা ১৪ মাস ধরে বেতন ভাতা বোনাস অন্যান্য আনুষঙ্গিক সুবিধা কোন কিছুই পাই নি। এই দাবিতে আমরা অনেক সহকর্মী শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলাম। এ সময় হঠাৎ রামপ্রসাদ সিং অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শ্রম ভবনের সামনে বকেয়া বেতন বোনাসের দাবিতে আন্দোলন চলাকালে অসুস্থ অবস্থায় এক গার্মেন্টসের এক্সিকিউটিভকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত