শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ময়লার স্তূপে মিলল ৫ আগস্ট থানা লুটের অস্ত্র
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:৪২ PM
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি ময়লার স্তূপ থেকে দুটি ৯ এমএম পিস্তল ও একটি রিভলভার উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের পর পুলিশ বলছে, সেগুলোর মধ্যে দুইটি কোতোয়ালী থানা পুলিশের। যেগুলো গেল বছর সরকার পতনের দিন থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। এছাড়া উদ্ধার করা আরেকটি রিভলবার নগরীর অন্য কোনো থানা থেকে লুট করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

সংবাদ বিজ্ঞপ্তিতে নগর পুলিশ জানিয়েছে, নগরীর বাকলিয়া থানার মেরিন ড্রাইভের উত্তর পাশে সিরাজ জমিদারের বাড়ি সংলগ্ন ময়লার স্তূপ থেকে সোমবার রাতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলের তৈরি দুইটি ৯ এমএম পিস্তল, ইংল্যান্ডের তৈরি একটি রিভলবার ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করে।

ডিবির উত্তর ও দক্ষিণ জোনের উপ-কমিশনার হাবিবুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুণ্ঠিত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত