শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
মাটি খুঁড়তে গিয়ে মিলল ছয় ‘মর্টার শেল’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৭:১৬ PM আপডেট: ০৬.০৫.২০২৫ ৭:২০ PM
চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় নির্মাণাধীন ভবনের নিচ থেকে পরিত্যক্ত ৬টি ‘বোমা’ উদ্ধার করেছে পুলিশ। তবে এগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল সোমবার দুপুর একটার দিকে পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ৬টি বস্তু দেখতে পান নির্মাণশ্রমিকরা। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘আমরা দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর নির্মাণাধীন ভবনের নিচে ৬টি বোমা দেখতে পাই। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।’

ওসি আব্দুর রহিম আরও বলেন, ‘দেখে মনে হচ্ছে এগুলো বেশ পুরোনো। আমাদের বোম্প ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত