বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক সমকাল ও একুশে টিভির নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় রাজধানীর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
তার ভাগনির স্বামী সামিউল ইসলাম সামি জানান, নবীউর রহমান দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। তার বোনম্যারো সংক্রান্ত জটিলতা ছিল।
সামি বলেন, মামা আমাদের পরিবারের অভিভাবক ছিলেন। তার কোনো সন্তান না থাকলেও আমরা ছিলাম তার সন্তানের মতো। আজই তার মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
১৯৫৭ সালের ১০ জানুয়ারি নাটোরের আলাইপুর মহল্লায় জন্মগ্রহণ করেন নবীউর রহমান পিপলু। তিনি ছিলেন খন্দকার রশীদুর রহমানের বড় ছেলে।
১৯৮৪ সালে দৈনিক জনতা পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি দৈনিক সমকাল ও একুশে টেলিভিশনের নাটোর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার সাংবাদিকতা জীবনে তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
নবীউর রহমান নাটোর জেলার একমাত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং সবার শ্রদ্ধা অর্জন করেছেন।
নবীউর রহমান পিপলু মৃত্যুকালে স্ত্রী, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নাটোরসহ সারাদেশের সাংবাদিক সমাজ এবং মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।