শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় পিএসএল আয়োজন করেনি আমিরাত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৯:৫৫ PM
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বন্ধ হয়ে গিয়েছিল দুই দেশের দুই লিগ আইপিএল ও পিএসএল। তবে পিএসএল বন্ধ না হয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়ার কথা ছিল। কিন্তু এই তথ্য জানানর কয়েক ঘণ্টা পরই আবার পিএসএল স্থগিত করে পিসিবি।

‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমে পাকিস্তান সুপার লিগের সব ম্যাচ করাচিতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পরে সেখানেও ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিকল্পনা করে, আসরের বাকি আটটি ম্যাচ দুবাইয়ে হবে।

আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও করে তারা। শুরুতে রাজি থাকলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে আরব আমিরাত, এমনটাই বলা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে। আর এর নেপথ্যে ছিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের চাওয়াতেই নাকি পিএসএল আয়োজন থেকে সরে আসে আরব আমিরাত।

আমিরাত ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আইপিএল তিন বার সেই দেশে আয়োজন করেছে ভারত। ২০১৪ সালে প্রথমার্ধ ও ২০২১ সালে দ্বিতীয়ার্ধের খেলা সেখানে হয়েছিল। কোভিডের মধ্যে ২০২০ সালের পুরো আইপিএলই হয়েছিল।

আমিরাত ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট 'ক্রিকবাজ' বলেছে, পিএসএল আয়োজন থেকে সরে আসার পেছনে ভারতীয় বোর্ডের প্রভাব ছিল। সেই কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ড ও জয়ের (শাহ) কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হতো। সেটাই হয়েছে।'

পিএসএলের দশম আসর বর্তমানে চূড়ান্ত ধাপে রয়েছে। বাকি আছে আর আটটি ম্যাচ— লিগ পর্বে ৪টি, ৩টি প্লে-অফ এবং ফাইনাল। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই কেবল প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৩। এ ছাড়া ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই-তিনে অবস্থান করছে করাচি কিংস (৮ ম্যাচ) ও ইসলামাবাদ ইউনাইটেড (৯ ম্যাচ)।

পরের তিনটি দল লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট), পেশোয়ার জালমি (৮ পয়েন্ট) ও মুলতান সুলতান্স (২ পয়েন্ট)। তলানিতে থাকা সাবেক চ্যাম্পিয়ন মুলতান ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত