বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার রাতেই সংবাদ সম্মেলন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেখানে তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘শেখ হাসিনা গত ১৬ বছর পারে নাই, আপনারা দুই-একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখান?’
গত রাতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।
এসময় রিজভী বলেন, আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এই পথ সাকসেস। এই পথ যদি সাকসেস হতো তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত।
তিনি বলেন, বিএনপিকে দমন করা যায়নি। শতশত মামলা বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবে না।
রিজভী অভিযোগ করে বলেন, অনেক ঘটনার সাথে রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। পানি ঘোলা করে লাভ নাই।
প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশপাশে ছোটাছুটি শুরু করেন।