সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
কক্সবাজারের পেকুয়ায় লায়ন্স ইন্টারন্যাশনালের সেবা কার্যক্রম অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৭:০৪ PM
লায়ন্স ক্লাব অব চিটাগং এর উদ্যোগে লায়ন্স ইন্টারন্যাশনাল তহবিল হতে প্রাপ্ত ফান্ডল কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ৪০০ (চারশত) পরিবারের মধ্যে সোমবার হস্তান্তর করা হয়েছে। 

লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট  লায়ন রেবেকা নাসরিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি-৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪,বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ।

এছাড়া ও উপস্থিত ছিলেন লায়ন কামাল পাশা, এজিএম গিয়াস উদ্দিন চৌধুরী,  আরসি হেডকোয়ার্টার লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ডিসট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন লোকমান হোসেন, লায়ন মোঃ মেসবাহ উদ্দীন, এলসিআইএফ লায়ন নবিউল হক সুমন, লায়ন্স ক্লাব অব চিটাগং এর সদ্য প্রাক্তন সভাপতি লায়ন বাবুল কান্তি লালা, সহ-সভাপতি লায়ন মোঃ আইয়ুব,লায়ন হাজী এনামুল হক,  লায়ন সারা তানভি, ক্লাব সেক্রেটারী লায়ন বাসুদেব সিনহা, ক্লাব ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, আরসি হেডকোয়ার্টার লায়ন ইসমাঈল চৌধুরী, টেইল টুইস্টার লায়ন মানস্ বড়ুয়া, ইন্টারন্যাশনাল মার্কেটিং অফিসার লায়ন মোঃ খোরশেদ আলী ও লিও ক্লাব অব চিটাগং প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব এবং এরিস্টোক্রেসির  প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, লিও ক্লাব অব চিটাগং এর আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ ।

লায়ন কোহিনূর কামাল বলেন,সেবার জগতে বরাবর লায়ন্স ক্লাব অব চিটাগং এক অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে এই জেলায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে লায়ন্স  হিসেবে আমরা নিজেরা গর্বিত। পাশাপাশি সকল লায়ন্সকে এগিয়ে আসার আহবান জানান।

লায়ন্স ক্লাব চিটাগং এর সভাপতি লায়ন রেবেকা নাসরীন বলেন, আমাদের পূর্ব পুরুষদের হাত ধরে আমরা সমসময় এই এলাকার মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। ইনশাল্লাহ ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে। তিনি প্রোগ্রামে আসা লায়ন্স জেলানেতৃবৃন্দ সহ সকল লায়ন ও লিওদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত