রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে পুলিশ-গোয়েন্দার অবহেলা ছিল: এনসিপি নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪:৪১ PM
এনসিপির যুগ্ম-আহবায়ক মাহবুব আলম বলেছেন, গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে, আক্রমণ করেছে। সেখানে আমাদের সমাবেশ ভন্ডুল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থানীয় বীরদের ও এনসিপি নেতাকর্মীদের সাহসিকতায় আমরা সেখানে সমাবেশ করতে পেরেছি।

গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আগামী ২২ জুলাই এনসিপির পদযাত্রা কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, প্রশাসনের সহযোগিতায় আমার সেখান থেকে বের হয়ে এসেছি। সেখানেও আমরা প্রশাসনের গাফিলতি লক্ষ্য করেছি। বিশেষ করে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার অবহেলা লক্ষ্য করেছি। 

তিনি আরও বলেন, ২২ জুলাই বিকেলে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী আফনান চত্বরে এনসিপির পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হবে। ওই দিন দক্ষিণ তেমুহনী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হবে।

উত্তর তেমুহনী সমাবেশে বক্তব্য শেষে এনসিপি কেন্দ্রীয় নেতারা চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দেবেন। পথিমধ্যে রামগঞ্জ উপজেলায় সংক্ষিপ্ত পদযাত্রায় অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক আরমান হোসেন, যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হান ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত