জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ব্ল্যাড ব্যাংকের উদ্যোগে নীলফামারীর ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্ল্যাড গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দিনব্যাপী ডোমার ডাকবাংলো প্রাঙ্গণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মেডিসিন, সার্জারি, হৃদরোগ, শিশু, চর্মরোগ ও গাইনী বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং অনেকেই তাদের ব্ল্যাড গ্রুপ জেনে নিতে সক্ষম হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের স্মরণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। রক্ত দিয়ে এই দেশ রক্ষা করেছে যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্ল্যাড গ্রুপিং প্রোগ্রাম। আমরা চাই, সাধারণ মানুষের পাশে থাকতে, মানবিক বাংলাদেশ গড়তে। চিকিৎসাসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু অনেক সময় অর্থের অভাবে সেই অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ। আমরা চেষ্টা করছি এই ব্যবধানটা কমাতে। এই ক্যাম্প যেন শুধু একটি দিনের আয়োজন না হয়, বরং একটি সচেতনতা তৈরি করে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের দল। আমরা রাজনীতির পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসতে চাই। আজকের এই ক্যাম্পে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন—সব চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সংগঠকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফ্ফর আলী এবং নীলফামারী জেলার সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফ।
এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, ডোমার উপজেলা ও পৌর শাখা।