সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
সোমবার ১১ আগস্ট ২০২৫
মাইক্রোবাসের ধাক্কায় মারা গেলেন জামায়াত নেতা
বরিশাল ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:৩৭ PM
উজিরপুরে মাইক্রোবাসের ধাক্কায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু তালেব (৪৫)। তিনি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তালেব তার নিজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেলে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বামরাইল বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বেপরোয়া গতির মাইক্রোবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের কর্মস্থলের অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, স্থানীয়রা ধাওয়া দিয়ে দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হয়েছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত