নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ইউনিয়ন পরিষদ গ্রাম-পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কার্যাবলী শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। প্রশিক্ষণে জেলার ৮৬টি ইউনিয়ন পরিষদ গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণ অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, তৃণমূল পর্যায়ের জনগনের সাথে গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণ সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছেন। ইউনিয়ন পরিষদ গ্রামপুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।