মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৬ PM আপডেট: ১৯.০৯.২০২৫ ৮:৪৪ PM
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে পৃথক বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তানের কর্মকর্তারা সত্যতা স্বীকার করেন।

ইরানের কাছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে দাশতে আধাসামরিক বাহিনীর একটি কনভয়ে বিস্ফোরকবোঝাই গাড়ি চালিয়ে নেন এক আত্মঘাতী বোমা হামলাকারী। মুহূর্তে গাড়িটি বিস্ফোরিত হয়।

স্থানীয় দুই সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, নিহত পাঁচজনের মধ্যে তিন সেনা সদস্যও রয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইমতিয়াজ আলী বালুচ এএফপিকে জানান, বৃহস্পতিবার রাতে প্রদেশের একটি আফগান সীমান্ত ক্রসিংয়ের কাছে আরেকটি বিস্ফোরণে ছয় শ্রমিক নিহত হয়েছেন।

বেলুচ জনগণের বিরুদ্ধে বৈষম্য বন্ধ করার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদীরা এক দশক ধরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, বিচ্ছিন্নতাবাদীদের ন্যূনতম ছাড় দিতে নারাজ পাকিস্তান সরকার। সে সঙ্গে আফগানিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানে জঙ্গিবাদ বৃদ্ধি পাচ্ছে। 

এ দুই গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এই অভিযানে স্থানীয় জনগণের নির্বিচারে আটক এবং গ্রেপ্তারের মতো অধিকার লঙ্ঘনের ঘটনাও ক্ষোভ বাড়াচ্ছে। এই মাসে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে সন্ত্রাসী গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত