মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
ডোমারে জাতীয় সমবায় দিবস পালিত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:০২ PM
"সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালনে শনিবার ডোমার উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় এবং সমবায়ী পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ। উপজেলা সমবায় অফিসার মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক জেলা সমবায় অফিসার নুর মোহাম্মদ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফফর আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুলফিকার আলী ভূট্টো, ডোমার রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই, ডোমার শাপলা সমবায় সমিতির সভাপতি মনছুর আলী, ডোমার উপজেলা অটো বাইক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, অমৃতবাগ মহিলা সমবায় সমিতির সহ-সভাপতি মহামায়া দেববর্মা, বন্ধু কল্যান ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিকরুল হক, মানব কল্যান ক্ষুদ্র সমবায় সমিতির সভাপতি হরিপদ রায় প্রমূখ। 

শেষে সফল সমবায় সমিতি হিসেবে মানবকল্যাণ সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি, বসুন্ধরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বন্ধু কল্যান ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, প্রত্যাশা ভোগ্যপন্ন সমবায় সমিতি ও হরতকিতলা মোজাহারের ডাঙ্গা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত