মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
গাংনীতে নবজাতকের মা পেলেন জেলা প্রশাসকের শুভেচ্ছা উপহার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:২৬ PM
গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারিতে (স্বাভাবিক প্রসব) উৎসাহিত করার লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতকের মাকে শুভেচ্ছা উপহার প্রদান করেছেন মেহেরপুর জেলা প্রশাসক। 

শনিবার সকালে জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালাম নিজে উপস্থিত থেকে নবজাতকের মা শারমিন খাতুনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পাশাপাশি দেওয়া হয়েছে সরকারিভাবে প্রস্তুতকৃত জন্ম নিবন্ধনের কার্ড। শারমিন খাতুন গাংনীর শাহরবাটি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।

অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে স্বাভাবিক প্রসবে উৎসাহিত করে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক ড. আবদুল ছালাম।

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, সাম্প্রতিক সময়ে গর্ভবতী মায়েরা নরমাল বা স্বাভাবিক প্রসবের পরিবর্তে সিজারিয়ান ডেলিভারীতে আগ্রহী। এতে মায়েদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এ থেকে পরিত্রাণ পেতে ও গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারীতে আগ্রহী করে তুলতে শুভেচ্ছা উপহার প্রদানের উদ্যোগ নেন জেলা প্রশাসন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত