মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ কবিরের মনোনয়নের দাবিতে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:১৬ PM আপডেট: ০৮.১১.২০২৫ ২:৩৮ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় জাতীয়  নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত  যুবকদের চাকুরি ব্যবস্থা  করা হবে, চাকুরী যতোদিন নাহবে তাদের বেকার ভাতা দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক-শ্রমিক গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমুজুর, মানুষের ভাগ্য উন্নয়নের কথা রয়েছে।

মানিকগঞ্জের দৌলতপুর সদর ৪০ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চকমিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারণা ও পথ সভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

এসময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানিকগঞ্জ-১ আসনের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূল বিএনপির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী জিন্নাহ কবিরের দলীয় মনোনয়নের দাবিতে মুহু মুহু স্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে ৩১ দফার প্রচারণা ও পথসভায়  জনতার ঢল নামে।

জিন্নাহ কবির বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাগো দলের সদস্য হয়ে রাজনীতি শুরু করেছি। তখন  শহীদ জিয়ার ১৯ দফা, খালেদা জিয়ার ২৯ দফা এবং সর্বশেষ তারেক রহমানের ৩১ দফা নিয়ে গ্রাম-গঞ্জে,হাট-বাজারে মানুষের ঘরে ঘরে ঘুরছি। দীর্ঘ ৪৭ বছর রাজনীতিতে দলীয় সব কর্মসূচিতে অংশ নিয়েছি।

তিনি বলেন, ছাত্রদল থেকে শুরু করে যুবদল, জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদসহ কয়েক দফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি। আমার বিগত দিনের ত্যাগ মূল্যায়ন করে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে। 

তিনি শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দিতে আহবান জানান। ধানের শীষে ভোট দিলে সরকার গঠনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান হবে আগামীতে প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর জন্য দোয়া চান তিনি।

প্রচারণা সভায় বিশেষ অতিথির বক্তব্যে শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামন মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, বিগত ১৫/১৬ বছরে মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে তিনি তৃণমূল বিএনপি ও সাধারণ লোকজনদের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে তিনটি উপজেলার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তারা আরো বলেন, আমাদের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জিন্নাহ ভাইকে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে আছেন। আমরা সারাদেশের মধ্যে মানিকগঞ্জ-১ আসনে জিন্নাহ ভাইকে ধানের শীষ প্রতীকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব।

জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য  ও দৌলতপুর উপজেলার  বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস বলেন, বিগত ১৫/১৬ বছরে  মামলা-হামলা ও দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলেন জিন্নাহ ভাই । বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় জিন্নাহ ভাই জীবনের ঝুকি নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মেধা শ্রম অর্থ খরচ করে নেতাকর্মীদের আগলে রেখেছে।

যাদের বিগত দিনে এক দিনও মাঠে পাইনি তারা এখন বিএনপির দলীয় মনোনয়নের জন্য তদবির করছে। এরা সুযোগসন্ধানী এসব নেতা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে  পরিচিতও না। ঐসব সুযোগ সন্ধানী নেতা মনোনয়ন পেলে আমাদের এই আসনে দলের ভরাডুবি হবে।

তারা বলেন, আমরা যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার মিথ্যা বানোয়াট মামলায় জেলে তখন জিন্নাহ ভাই নিজস্ব অর্থ দিয়ে আমাদের জামিন করেছেন। আবার ওই সময়ে কর্মীদের পরিবারের বাড়িতে বাজারের ব্যবস্থাও করে দিয়েছেন। আমরা জিন্নাহ ভাইকে মনোনয়ন দেওয়ার জন্য দেশ নেত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, এ তিন উপজেলার সর্বস্তরের বিএনপির নেতাকর্মী তার সঙ্গে আছে। যা অন্য কারো সঙ্গে নেই।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত