সোমবার ১০ নভেম্বর ২০২৫ ২৬ কার্তিক ১৪৩২
সোমবার ১০ নভেম্বর ২০২৫
ক্রিকেটকে বিশ্বমানে উন্নীত করেছেন আরফাত রহমান কোকো: আশিক
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ PM
আরাফাত রহমান কোকো ছিলেন বাংলাদেশের একজন পুরোদস্তর ক্রীড়া সংগঠক। তিনি কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে এসেছে। শুধু তিনি নন পুরো জিয়া পরিবারই এদেশের ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন। এদেশের ক্রীড়া ক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য। আরফাত রহমান কোকোই বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানে উন্নীত করেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মফিজুর রহমান আশিক।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ইজ্জতিয়া স্কুল মডেল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, একজন আরাফাত রহমান কোকো সৃষ্টি হয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, সৃষ্টি হয়েছিলেন ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য। আরাফাত রহমান কোকো ছিলেন এদেশের একজন মেধাবী ক্রীড়া সংগঠক। ওয়ান ইলেভেন সরকারের চরম নিপীড়ন ও নির্যাতনে তাঁকে হত্যা করা হয়। কোকোর মৃত্যুর সাথে সাথে দেশের ক্রীড়ারও মৃত্যু হয়।

এ সময় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা হতাশ হবেন না, বিএনপি এখনো প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছেন। চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করতে আরও অনেক সময় বাকী রয়েছে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার হাসিনার শাসনামলে গুমের শিকার ও নির্যাতিতদের পুরস্কার দিবেন। দল আমাকে হতাশ করবে না। আপনারা ধৈর্য ধরুন, সামনে আরও অনেক কিছু পরিবর্তন হবে। নির্যাতিত ও ত্যাগীদের মূল্যায়ন না করলে জনগণ তাঁর দাঁতভাঙা জবাব দিবে।

এ সময় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আসাদগঞ্জ ইয়াং স্টার ক্লাব ট্রাইবেকারে ৪-৩ গোলে নাপোড়া ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আসাদগঞ্জ ইয়াং স্টার ক্লাবের গোলরক্ষক মোহাম্মদ হৃদয়।

এসময় খেলা শেষে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের এডিশনাল পিপি আবুল মনসুর সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আশেক উল্লাহ, মো. ইমরানুল হক, যুবদল নেতা আরিফুর রহমান, মাইমুনুর রশিদ, মেহেদী, জুনাইদুল করিম প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত