মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
সোনাতলায় জামায়াতের কর্মী সমাবেশ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৪০ PM

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও গাবতলি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ক্বারী মাওলানা আব্দুল মজিদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান আল্লাহর বিধানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে কোরআনের আইন ও নবী-রাসুলগণের আদর্শকে সমাজে বাস্তবায়ন করা। এই মহান কাজে নিজেকে সম্পৃক্ত করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।

তিনি আরও বলেন, বগুড়ার মাটি জামায়াতে ইসলামীর আন্দোলন ও আদর্শের অন্যতম দুর্গ হিসেবে পরিচিত। এই জেলার মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন ইসলামী আন্দোলনের মহান নেতা ও শহীদ আব্দুল মালেক (রহ.)। তিনি ছিলেন ইসলামী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত, যিনি নিজের জীবন আল্লাহর পথে উৎসর্গ করে শাহাদতের মর্যাদা অর্জন করেছেন। তার আদর্শ, নীতি ও ত্যাগের পথ অনুসরণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

আলহাজ্ব ক্বারী মাওলানা আব্দুল মজিদ আরও বলেন, ইসলামী সমাজব্যবস্থা কায়েমের এই সংগ্রামে শুধু মুখের কথা নয়, প্রয়োজন আত্মত্যাগ, একাগ্রতা ও আর্থিক কোরবানি। ইসলামী আন্দোলনের সফলতা ও টিকে থাকার জন্য সবাইকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং অর্থ, শ্রম ও মেধার মাধ্যমে অবদান রাখতে হবে।

শুক্রবার সকাল আটটায় দিগদাইড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দিগদাইড় ইউনিয়ন জামায়াতের আমীর মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম ও উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আব্দুল ওয়ারেছ মাস্টার ও মাওলানা আব্দুর রাজ্জাক, ইউনিয়ন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা শাহাদাতুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা আনারুল ইসলাম, এবং সাবেক ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে দেশ, জাতি এবং ইসলামী আন্দোলনের অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত