মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
কোনাবাড়ীতে আগুনে পুড়ে ৭টি দোকান ছাই
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২:০৭ PM আপডেট: ১১.১১.২০২৫ ৩:৪৩ PM
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭ টি দোকান। এতে প্রায় ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার দিবাগত রাত প্রায় ১ টার সময় কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, সোমবার রাত ১টার সময় কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় খোকনের লেপ তােষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চায়ের দোকানদার হারুন বলেন, আমার কিছু নেই সব শেষ হয়ে গেছে, এই দোকানের উপর আমার সংসার চলতো। এখন পথে বসা ছাড়া উপায় নেই।

জাহাঙ্গীর আলম বলেন, আমার খাবারের হোটেল পুড়ে ছাই হয়েগেছে,হোটেলের পিছনে পরিবার নিয়ে থাকতাম। কোনমতে পরিবার নিয়ে দৌড়ে বাহিরে আসি।আমাদের পড়নের কাপড় ছাড়া কিছুই নাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

মুরগীর দোকানদার রাহাত বলেন এখন বেতনের সময়, দোকান বাকির খাতাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক লক্ষ টাকা বাকী আছে, এগুলোর কি হবে? তার স্ত্রী বলেন,চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে কিছুই বাঁচাতে পারিনি।

স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ মামুন বলেন, রাত ১ টার সময় খবর পাই আগুন লেগেছে কিন্তু দুঃখের বিষয় পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। 

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারাণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত