মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
ভারতে আটকের ১০ বছর পর দেশে ফিরলেন গাইবান্ধার সান্তনা বেগম
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ PM
ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে আটক হয়ে দীর্ঘ ১০ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন গাইবান্ধার এক নারী। 

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৫৫ মিনিটে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

ফেরত আসা ওই নারীর নাম সান্তনা বেগম (৩৫)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার উত্তর রাজিবপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সূত্রে জানা গেছে, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে সান্তনা বেগমকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাঁকে “যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার” সংস্থার নিকট হস্তান্তর করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত