শুক্রবার বিকেল ৪টায় ছিল বোন আনিশা মনির বিয়ে। লাল বেনারশিতে বোনকে শ্বশুরবাড়ি বিদায় দেওয়ার আগেই সাদা কাফনে মোড়ানো ভাই রোহেল (১৯)-এর নিথর দেহ পৌঁছায় ঘরে। এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা আনন্দঘন বিয়ে বাড়িকে মুহূর্তেই পরিণত করল অশেষ শোকে।
ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট ফাউসা দেওয়ানপাড়া এলাকায়। নিহত রোহেল ওই গ্রামের হানিফার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিয়ের কেনাকাটার কিছু কাজ বাকি থাকায় রোহেল মোটরসাইকেলে করে আড়াইহাজার বাজারে যাচ্ছিল। পথে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত রোহেলকে স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোহেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে বিয়েবাড়ির সব আনন্দ মুহূর্তেই থেমে যায়। হাসিখুশি পরিবেশ ভারী হয়ে ওঠে অশ্রু, কান্না ও শোকে।
বিকেলে বোনের বিয়ের অনুষ্ঠান যথারীতি হলেও, তার আগেই দুপুর ২টায় সাদা কাফনে মোড়ানো রোহেলের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
বোনের বিয়ের দিনে ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।