কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাজীপুর গ্রামের হাশেম মিয়ার দুই ছেলে নূরু মিয়া এবং ফজলু মিয়া।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আগের রাতে বাড়ির উঠানে বিদ্যুৎ সংযোগের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। সকালে ঘুম থেকে উঠে উঠানে আসেন নূরু মিয়া। এ সময় তিনি ওই ছিঁড়ে থাকা তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে ছুটে যান বড় ভাই ফজলু মিয়া; তিনিও একইভাবে তড়িতাহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সহোদর দুই ভাইয়ের এমন অস্বাভাবিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।