শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
মুমিনুল-মুশফিকের ব্যাটে রান পাহাড়ে বাংলাদেশ
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষেই ৩৬৭ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। আজ চতুর্থ খেলতে নেমে সেটি পৌঁছে গেছে পাঁচশ’র (৪৯১) কাছে। টানা দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির আশা দেখাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক মুমিনুল হক (৭৯)। আরেক প্রান্তে শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ৪৪ রানে ব্যাট করছেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৮০ রান।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। তখনই তারা ৩৬৭ রানের লিড নিয়ে ফেলে। সাদমান ইসলাম ৬৯ এবং মুমিনুল ১৯ রানে অপরাজিত থেকে আজ চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন। দিনের চতুর্থ ওভারেই অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাদমান। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে তিনি ১১৯ বলে ৭ চারের সাহায্যে ৭৮ রানে থামলেন। সিলেট টেস্টেও একইভাবে আশা জাগিয়ে আউট হয়েছিলেন ৮২ রানে।


আরও সংবাদ   বিষয়:  মুমিনুল   বাংলাদেশ   ক্রিকেট   মুশফিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত