খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ PM (Visit: 268)

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু'র নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মশিউর রহমান টিপু'র  উদ্যোগে স্থানীয় হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার সমু মার্কেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অন্যান্য নেতাকর্মী নিয়ে হাজারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,  সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ সভাপতি নুর নবী ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী। 

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদল সভাপতি মানসুর মিয়া, সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  

এসময় নির্বিঘ্নে ১২ ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোট দেয়ার আহবান করেন প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। 







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy