টঙ্গিবাড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার পেল সরকারি সহায়তা

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
টঙ্গিবাড়ীতে আগুনে ক্ষতিগ্রস্ত ৬ পরিবার পেল সরকারি সহায়তা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ PM (Visit: 265)

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই সহায়তা তুলে দেওয়া হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের কাইচমালধা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসন থেকে প্রতিটি পরিবার কে ২০ হাজার করে ৬টি পরিবারের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান, উপজেলা প্রশাসন থেকে কম্বল ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। এছাড়াও সমাজ সেবা অধিদফতর থেকে ক্ষতিগ্রস্ত এক প্রতিবন্ধী কে আর্থিক সহায়তা করা প্রদান করা হয়। 

সহায়তা বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর, স্থানীয় জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy