গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক শওকত হোসেন মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এস এম বিপুল ইসলাম, দৈনিক মাতৃ জগতের প্রতিনিধি জাহিদুল ইসলামসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শওকত হোসেন মুকুল বলেন, সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন; সমাজের মানবিক দায়িত্ব পালনে তাঁদের সক্রিয় ভূমিকা থাকা উচিত। তিনি জানান, টুঙ্গিপাড়া প্রেস ক্লাব ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, প্রতি বছরই প্রেস ক্লাবের পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সীমিত পরিসরে হলেও কিছু মানুষের কষ্ট লাঘব করতে পারলেই এই উদ্যোগ সার্থক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম বলেন, তীব্র শীতে নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে রয়েছে। শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা প্রেস ক্লাবের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।