রংপুরে বধির সংঘের আয়োজনে বাকপ্রতিবন্ধী ব্যক্তিবর্গের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহাতায় রংপুর সরকারি কলেজ রোড সংলগ্ন বধির সংঘ কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
বিতরণ অনুষ্ঠানে অংশ নেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, রংপুর বধির সংঘের সভাপতি মো. রশিদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া, কোষাধ্যক্ষ ফজলুল হক, সদস্য হুমায়ূন কবির মানিক, আসাদুজ্জামান আফজাল, সাংবাদিক মাহফুজ আলম প্রিন্স, সুমন প্রমুখ।